সুনামগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১২:৪১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১২:৪১:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ, ১৮ মার্চ : সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে জেলার জগন্নাথপুর ইপজেলার ইছাহাকপুর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোমবার (১৭ মার্চ) রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সামি (২৫) ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
অভিযানের পরে দুটি অত্যাধুনিক পাইপগান, একটি এয়ারগান, তিনটি চাপাতি, সাতটি টেটা, একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী। সোমবার রাতে জগন্নাথপুর থানার (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com