গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন  অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০১:০২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০১:০২:১৬ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৮ মার্চ : গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত রোববার নগরীর একটি রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জামালুর রহমান জামালের যৌথ পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের উপদেষ্টা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, নজরুল ইসলাম বদরুল, লাল মেম্বার, আখতার হোসেন মাসুক, সুয়েব আহমদ, জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল আহমদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শামীম মেম্বার, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফায়জুর রহমান, আবুল কালাম আজাদ, কোম্পানীগন্জ উপজেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মন্জুর শাহী এলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কাজী এবাদুল ইসলাম, এডভোকেট সালাহউদ্দিন আহম্মদ, মোং নজরুল ইসলাম, মো: লুৎফুল বারী নিয়ন, সালাহউদ্দিন মুরাদ, প্রদ‍্যুন্ন চন্দ্র, মিল্টন বড়ুয়া, কর্ণেল (অবঃ) হাসান ইকবাল, জিনাত বেগম, তাসনিম আয়শা, শফিক মরি, রমিজ উদ্দিন, এসএম জয়নাল, আবুল হাসনাত রতন, সাব্বির আহমদ, শহীদ আহমদ, মাছুম আহমদ, শামছুল ইসলাম, সাদেক, মালেক, সাইফ উদ্দিন ভূঁইয়া, আবু তোয়াহের, হাশমত হাজী, ফয়েজ আহমদ, আবুল কাশেম, রামিম, জামিল, মাহিন, নাহিন,মাহবুব রহমান মাহদী, কামাল, মুসা, জাহিদ, কাওসার, ফাহিম, তাহমিদ, জুমন আহমদ, তুফায়েল আহমদ, মুমিন আহমদ , আজিজুল হক, নাছিমা আক্তার জেসমিন, সামিয়া বিনতে আজাদ, জুহাইনা আবেদীন জুঁই ও সাংবাদিক ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাজী আব্দুর রকিব।
ইফতার মাহফিলে সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা থেকে মিশিগানে স্থায়ীভাবে বসবাসের জন্য আগত ১৩ জনকে পরিচয় করে দেওয়া হয় এবং তাদেরকে সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com