
আটলান্টিক সিটি, ২১ মার্চ : আটলান্টিক সিটির সাবেক কাউন্সিলম্যান মোমিনুল হকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মওলানা আবদুল হাই। সাউথ জার্সিতে বসবাসরত কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে। সাবেক কাউন্সিলম্যান মোমিনুল হক মামুন বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।