
এগ হারবার, (নিউজার্সি) ৩০ মার্চ : আজ রোববার আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর । ঈদুল ফিতর এর বার্তা পেয়েই প্রবাসীরা মেতে উঠেছে আনন্দ উৎসবে । ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাত মুসলিম সম্প্রদায়ের মনে প্রাণে বিশেষ উৎসবের আমেজ নিয়ে আসে।
গতকাল ২৯ মার্চ, শনিবার রাতে এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জমকালো চাঁদ রাতের আয়োজন করা হয়।

এই বিশেষ রাতে গানের আসর বসে, যেখানে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন এবং সবাই নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।
নারী ও মেয়েদের জন্য চাঁদ রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেহেদি লাগানো। নানা ডিজাইনের মেহেদি হাতে দিয়ে ঈদের আনন্দ আরও রঙিন করে তোলেন তারা। নৈশভোজের মাধ্যমে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এর সমাপ্তি ঘটে।
গতকাল ২৯ মার্চ, শনিবার রাতে এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জমকালো চাঁদ রাতের আয়োজন করা হয়।

এই বিশেষ রাতে গানের আসর বসে, যেখানে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন এবং সবাই নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।
নারী ও মেয়েদের জন্য চাঁদ রাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেহেদি লাগানো। নানা ডিজাইনের মেহেদি হাতে দিয়ে ঈদের আনন্দ আরও রঙিন করে তোলেন তারা। নৈশভোজের মাধ্যমে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এর সমাপ্তি ঘটে।
