
হবিগঞ্জ, ৪ এপ্রিল : আজমিরীগঞ্জ থানার সামনে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আজমিরীগঞ্জ থানার সামনে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়। আহত হন অন্তত ২০ জন। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়। আহত হন অন্তত ২০ জন। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।