
ওয়ারেন, ৭ এপ্রিল : বিয়ের পর কেটে গিয়েছে বহু সময়। একসঙ্গে কাটিয়েছেন বহু বসন্ত। আর এই দম্পতি হলেন মিশিগান রাজ্যের স্টার্লিং হাইটস সিটির বাসিন্দা স্বদেশ রঞ্জন সরকার ও সন্ধ্যা রানী সরকার। ৫০ বছর আগে বিয়ে হয়েছে তাঁদের। কিন্তু ছেলে মেয়ে, বৌমা, নাতি-নাতনিরা ভোলেননি তাঁদের বিবাহবার্ষিকী। দিনটিকে স্মরণ করিয়ে রাখতে ফের একবার তাঁদের বিয়ে দিলেন তাঁরা। গতকাল রাতে শিব মন্দির টেম্পল অব জয়ে বিয়ে বার্ষিকীতে শুভ দৃষ্টি, মালাবদল, সিঁদুর দানে আবারো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই দম্পতি।
মন্দিরের হল ভর্তি দর্শকদের করতালিতে এই দম্পতি মালা বদল করেন। পরে স্বদেশ রঞ্জন সরকার তার জীবনসঙ্গিনীর সিঁথি রাঙিয়ে দিলেন সিঁদুরে। বিয়ে বার্ষিকীর কেকও কাটেন তারা। বিবাহবার্ষিকীতে আনন্দে মেতেছে সকলেই।
বিয়ে বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, মন্দিরের প্রেস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অবিনাশ চৌধুরী, আশুতোষ চৌধুরী প্রমুখ। ড. দেবাশীষ মৃধা বলেন, তাদের সুখী দাম্পত্য জীবন আমাদের কাছে একটি উদাহরণ। যে দাম্পত্য জীবনে হাসি, ভালোবাসা আর বন্ধুত্ব থাকে, সেই জীবনই পরিপূর্ণ। এই দিনটি আপনাদের মাঝে বছর বছর ফিরে আসুক। বক্তারা প্রবীণ এই দম্পতির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন। সেই সাথে তাদেরকে বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
মন্দিরের হল ভর্তি দর্শকদের করতালিতে এই দম্পতি মালা বদল করেন। পরে স্বদেশ রঞ্জন সরকার তার জীবনসঙ্গিনীর সিঁথি রাঙিয়ে দিলেন সিঁদুরে। বিয়ে বার্ষিকীর কেকও কাটেন তারা। বিবাহবার্ষিকীতে আনন্দে মেতেছে সকলেই।
বিয়ে বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, মন্দিরের প্রেস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অবিনাশ চৌধুরী, আশুতোষ চৌধুরী প্রমুখ। ড. দেবাশীষ মৃধা বলেন, তাদের সুখী দাম্পত্য জীবন আমাদের কাছে একটি উদাহরণ। যে দাম্পত্য জীবনে হাসি, ভালোবাসা আর বন্ধুত্ব থাকে, সেই জীবনই পরিপূর্ণ। এই দিনটি আপনাদের মাঝে বছর বছর ফিরে আসুক। বক্তারা প্রবীণ এই দম্পতির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন। সেই সাথে তাদেরকে বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা ও ভালোবাসা জানান।