নবীগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে ৩জন নিহত 

আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১১:৩৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১১:৩৩:৪৯ অপরাহ্ন
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১১ মে ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশু, বৃদ্ধসহ কমপক্ষে আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১০মে) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৬৫), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪০) এবং বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক আব্দাল মিয়া(৪৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ৫ জন গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে মানিক মিয়া সিলেটের ওসমানী মেডিকেলে ও সোহেল মিয়া নবীগঞ্জ হাসপাতালে মারা যান। পরে আশংকাজনক আব্দাল মিয়াও মারা যান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ৩ জন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com