শাহজালাল বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:২৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:২৪:০২ অপরাহ্ন
হবিগঞ্জ, ১২ মে : জেলার আজমিরীগঞ্জের একটি ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শাহিনুর (২০) বিদেশ পালিয়ে যাবার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রেফতার করা হয়েছে। শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ (ভট্টপাড়া) গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ শাহিনুর মিয়ার বিরুদ্ধে গত ২২ এপ্রিল ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফুয়াদ আহমেদকে। এর মাঝে মামলা তদন্তকারী কর্মকর্তা আসামীর বিদেশ গমন রোধে পুলিশ সুপার, হবিগঞ্জ এর মাধ্যমে ইমিগ্রেশন, এসবি, বাংলাদেশ পুলিশ, ঢাকা বরাবর আবেদন করেন।
এদিকে মামলার আসামী মোঃ শাহীনুর মিয়া গত ১০ মে বিদেশ যাবার চেষ্টাকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ফুয়াদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটককৃত শাহিনুর মিয়াকে হবিগঞ্জ নিয়ে আসে। পরে থাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com