রোজভিলে শিল্প প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০২:২৯:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০২:২৯:৫৬ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২২ এপ্রিল রোজভিলের হেইস রোড এবং গ্রোসবেক হাইওয়ের মধ্যবর্তী ই. ১২ মাইল রোডে আগুন লাগার ঘটনায় রোজভিল শহর, ফ্রেজার শহর এবং ক্লিনটন টাউনশিপের অগ্নিনির্বাপক কর্মীরা সাড়া দেন/Photo : Katy Kildee, Special To The Detroit News

রোজভিলে, ২৩ এপ্রিল : মঙ্গলবার রোজভিলের একটি উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য রাসায়নিক নির্গমনের ঝুঁকির কারণে আশেপাশের এলাকায় ‘শেল্টার-ইন-প্লেস’ (অর্থাৎ ঘরের ভিতরে অবস্থান) নির্দেশ জারি করা হয়।
ম্যাকম্ব কাউন্টি জরুরি ব্যবস্থাপনা এক বিবৃতিতে জানিয়েছে, ১২ মাইল রোড এবং হেইসের কাছে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরসিও ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেটেড নিশ্চিত করেছে যে ২৯২০০ ক্যালাহান রোডে তাদের কারখানায় আগুন লেগেছে। রাসায়নিক নির্গমনের ঝুঁকির কারণে, রোজভিল ফায়ার ডিপার্টমেন্ট কাছাকাছি এলাকার বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় — বিশেষ করে ১২ মাইল ও হেইসের সংযোগস্থলের দক্ষিণ-পূর্বে আধা মাইল দূরত্ব পর্যন্ত।
দুপুর ২টার আগেই এই পরামর্শ প্রত্যাহার করা হয়। “বায়ু মান পরীক্ষা অনুযায়ী এখন আর ঘরের ভিতরে থাকার প্রয়োজন নেই,” জানিয়েছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস।
অন্যদিকে, হেইস ও গ্রোসবেকের মাঝে ১২ মাইল রোড এখনো বন্ধ রয়েছে।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে আরসিও ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি এবং দুপুর ২:২৪-এর দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাতটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা আগুন নেভাতে সহায়তা করেন। “ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে,” জানিয়েছে প্রতিষ্ঠানটি। “নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, আরসিও অটোমোটিভ, এরোস্পেস এবং প্রতিরক্ষা শিল্পের জন্য আসন তৈরির কাজ করে। তাদের বিবৃতি অনুযায়ী, এই অগ্নিকাণ্ড তাদের ব্যবসায়িক কার্যক্রম বা গ্রাহক সেবায় কোনো প্রভাব ফেলবে না। আরসিও ইঞ্জিনিয়ারিং এর আরও ১২টি সুবিধা রয়েছে।
আরও তথ্য জানতে যোগাযোগ করা হলে কোম্পানি কোনো উত্তর দেয়নি। রোজভিল ফায়ার ডিপার্টমেন্ট থেকেও এখনো কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com