হবিগঞ্জ সদর সমিতি অব মিশিগানের কার্যনির্বাহী কমিটি গঠন

আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫১:৪৮ পূর্বাহ্ন
ওয়ারেন, ২৮ এপ্রিল : মো: আব্দুর রাজ্জাককে সভাপতি ও  মুজাহিদুল ইসলাম সুহেল সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ সদর সমিতি অব মিশিগানের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ১২ সদস্য বিশিষ্ট  একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। গতকাল রোববার সোমবার (২৭ এপ্রিল)  দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে  অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 
বিদায়ী কমিটির সভাপতি লুৎফুর রহমান সেলুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সুফী আহমদ, এড. বজলুর রহমান, মাহফুজুর রহমান শাহীন এবং সজল সূত্রধর, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সুহেল, জয়েন্ট সেক্রেটারী মাহিবুর ইসলাম সুমন এবং মো: নাজমুল হক, কোষাধ্যক্ষ মো: নুর উদ্দিন সৌরভ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল মোতালিব ফয়সল, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিম হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জিকু, প্রচার সম্পাদক সুরঞ্জিত চন্দ্র শীল। সদস্যরা হলেন- লুৎফুর রহমান, রফিকুল হাসান চৌধুরী তুহিন, রব্বানী তালুকদার, সুহেল আলম, মোহাম্মদ অলি, সৈয়দ তোফায়েল আহমদ জামাল, মোহাম্মদ জনি, মুর্শেদ চৌধুরী, সৈয়দ আবুল খয়ের, দেওয়ান সৈয়দ আবুল মনসুর, মনসুর কবির, আমিনুল ইসলাম জুয়েল। 
উপদেষ্টাগণ হলেন- আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, উবায়দুর রহমান, শামীম আহছান, ফরিদ উদ্দিন আহমদ, চিন্ময় আচার্য্য, মো: আব্দুল জব্বার, সৈয়দ আলী রেজা, মো: আলাউদ্দিন, মো: আব্দুর রহমান, অজিত দাশ, আলতাফ হাসান, নজরুল ইসলাম কবির।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com