নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ১২-০৫-২০২৩ ১২:৫৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৩ ১২:৫৪:৩৭ অপরাহ্ন
ছবি : নারায়ন রায় সভাপতি (বামে) উত্তম কুমার পাল হিমেল সম্পাদক (ডানে)

নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১২ মে : নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে শুক্রবার (১২ মে) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারায়ন রায় সভাপতি ও উত্তম কুমার পাল হিমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
সুত্রে জানযায়, শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে  জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ ১৩ ইউনিয়নের কাউন্সিলারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত হন। এ সময় ৬ নং কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় তার ভোট কে প্রদান করবে এ নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু'প্রার্থী উত্তম কুমার পাল হিমেল ও গৌতম রায় এর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। এতে সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবসহ ৩ জন আহত হন। পরে জেলা নেতৃবৃন্দের চেষ্টায় ৬নং কুর্শি ইউনিয়নকে বাদ দিয়ে ১২ ইউনিয়ন ও আহব্বায়ক কমিটির  ৪ জনসহ মোট ২৮ জন ভোটারের ভোট প্রয়োগের মধ্য দিয়ে সম্মেলন সম্পন্ন হয়।
পরে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহব্বায়ক এডভোকেট পুন্যব্রত চক্রবর্তী বিভু। সভাপতি পদে সাবেক সভাপতি নারায়ন রায় ১৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত  হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল চন্দ্র দেব পেয়েছেন ১১ ভোট ও অপর প্রার্থী পিকলু চৌধুরী পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ১৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌতম রায় পেয়েছেন ১১ ভোট। এ পদে অপর প্রার্থী সুবিনয় রায় পেয়েছেন ১ ভোট। ফলাফল ঘোষণার পর করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ। 
সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব শংকর পাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অভিজিৎ ভট্রাচার্য। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সামাম, রাকিল হোসেন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, রঙ্গ লাল রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, বিকাশ রায়, শাহনুর আলম ছানু, বশির আহমেদ চৌধুরী, দৈনিক সময় পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমূখ।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com