সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল, শোক

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১২:৫০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১২:৫০:০৯ অপরাহ্ন
হবিগঞ্জ, ১ মে : সাবেক আইজিপি ও সচিব মোদাব্বির হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  এ সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
আজ বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষাবিদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অর্গানিজেশন ফর দা রেকগনিশন অফ বাংলা বাংলা, অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দা ইউনাইটেড নেশনস কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক তাহমিনা বেগম গিনি ও তোফাজ্জল সোহেল।
সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় বিবৃতিদাতারা বলেন, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্বের অধিকারী। আলোকিত এবং দেশবরেণ্য এই কৃতিমানের জন্য দোয়া করি মহান আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com