রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হেলেন কান্তি বড়ুয়া

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:১১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:১১:২৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ, ২ মে : জেলার রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া। শিক্ষামন্ত্রণালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির ১৮ তম সভার ২নং সিদ্ধান্তের প্রেক্ষিতে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  
গত ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম তাঁর হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পত্র তুলে দেন। গত ৩০ এপ্রিল কলেজ ও স্কুল শাখার  শিক্ষকমন্ডলীদের সাথে মিটিং করে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আমির হোসেন, কলেজ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম হাজারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক আরিফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সাবিকুন্নাহার সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে  কলেজের  অধ্যক্ষের  কার্যালয়ে কলেজের প্রয়োজনীয় ডকুমেন্টস ও চাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার নিকট হস্তান্তর করেন। 
হেলেন কান্তি বড়ুয়া ১৯৯৮ সনে সরকারের বিধিবিধানের আলোকে অত্র কলেজে প্রভাষক পদে  যোগদান করেন। এমপিও ভুক্তির (সরকারি  বেতন ভাতা) পর থেকে  চাকরির আট বছর পূর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করে সরকারিভাবে বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এ উন্নীত হন। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে উপাধ্যক্ষ পদমর্যদা সমমানে প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নতুন দায়িত্বভার গ্রহণ করে মি.বড়ুয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম  আলহাজ্ব হুমায়ুন কবির মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পুলিন বিহারী বড়ুয়ার আত্মার সদগতি  কামনা করে নির্বাণ সুখ প্রার্থনা করেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সকলের  সহযোগিতা প্রার্থনা করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com