ফ্লোরিডার টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২৪-২৫ মে

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৩:৩১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৩:৩১:০৪ পূর্বাহ্ন
ফ্লোরিডা, ২ মে : ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ এর সকল প্রস্তুতি চুড়ান্ত। আগামী ২৪ ও ২৫ মে টেম্বা হাইটস ইউথ ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি সেন্টার, টেম্বায় ২ দিন ব্যাপী ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টিভ্যাল কে ঘিরে ফ্লোরিডা জুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে ৷ ৫ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর মধ্য এবার নিয়ে ৩ টি ওয়ার্ল্ড ফেস্ট ফ্লোরিডায় হচ্ছে ৷ ফ্লোরিডার আবহাওয়ার জন্য ওয়ার্ল্ড ফেস্ট এর পরিচালকদের পছন্দের তালিকায় ফ্লোরিডা। ফ্লোরিডার আকর্ষনীয় ওরলান্ডো, ক্লিয়ারওয়ার বীচের এবার টেম্পায় ওয়ার্ল্ড ফেস্ট এর ভেন্যু নির্ধারন করা হয়েছে।
আমেরিকায় নানা শহরের অনেকেই ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ এ অংশগ্রহনের আগ্রহ ব্যক্ত করেছেন। স্পন্সরদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে ৷ অনেক ভিআইপি এবার থাকছেন ৷ নানা আয়োজনে এবং প্রায় ২০টি সেগমেন্ট এবার যুক্ত করা হয়েছে ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল রোমান্টিক কাপল শো, টীন সেলিব্রিটি শো, ইউথ স্পীচ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, শেফ কনটেস্ট উল্লেখযোগ্য। মে -জুন জুড়ে ফ্লোরিডা জুড়ে নানা অনুষ্ঠান থাকলেও ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ কে নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উ্যসাহ দেখা গেছে।
এই আয়োজনের অন্যতম সংগঠক সাবেক রোটারিয়ান এবং কমিউনিটি একটিভিস্ট তারেক মাহমুদ জানান, আজ ৪টি সফল ওয়ার্ল্ড ফেস্ট এর সফলতার পর ৫ ওয়ার্ল্ড ফেস্ট কে বৃহদ পরিসরে সাজানো হয়েছে ৷ ব্যাপক আয়োজনে অনেকেই যুক্ত হয়েছেন। নানা অপপ্রচারকে পাশ কাটিয়ে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি অনেক সুদৃঢ়। এবার আমাদের আয়োজনটাও আমরা এবার বড় পরিসরে সাজিয়েছি। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের এই ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট যারাই  আসবেন ভিন্নতা দেখবেন।
টেম্বা ফ্লোরিডার একটি আকর্ষনীয় সিটি, এই সিটিতে  ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফলতা পাবে৷ মিডিয়া পার্টনার হিসাবে প্রথম আলো, বাংলা টাইমস, যুমুনা টাইমসসহ আরো বেশ কয়েকটি মিডিয়া হাউস জড়িত। “আমার স্বপ্নের পৃথিবী”  নামের তরুনদের বক্তব্যের বিষয়টাতে তরুনদের চোখে আগামীর পৃথিবীর চিত্র ফুটে আসবে বলে জানান তারেক মাহমুদ।
ওয়ার্ল্ড ফেস্ট এর অন্যতম পরিচালক সোহেল চৌধুরী জানান, এবার আমাদের আয়োজনের নতুনত্ব অনেক নতুন পরিচালকদের সম্পৃক্ততার সুফল।  অনেক ক্রয়িটিভ প্রবাসী আমাদের সাথে তাদের চিন্তা শেয়ার করেছেন।  আমরা সেই আলোকে ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ সাজানো হয়েছে। সকলকে অংশগ্রহণে অনুরোধ থাকল। আশাকরি টেম্পার এই আয়োজন সফলতা পাবে। স্থানীয় প্রবাসীদের সম্পৃক্ত করা হয়েছে। আয়োজনে নতুন প্রজন্মদের বাংলাদেশের কৃ্স্টি কালচার এর সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।  থাকবে সম্মৃদ্ধ বাংলাদেশের উপর তথ্য ভিত্তিক ডকুমেন্টরী। সবাই উপভোগ করবেন ২ দিনের কালচারাল শো। জনপ্রিয় শিল্পীরা থাকবেন শেষ দিনের সমাপনীতে। কয়েকজন গুনিজনকে সম্মানিত করা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com