বেকারত্ব দূরীকরণে প্রয়োজন তরুণদের আইটি প্রশিক্ষণ : মেয়র ডা. শাহাদাত 

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ৬ মে : প্রযুক্তি দক্ষতা তরুণদের বাজার উপযোগী কর্মদক্ষ  হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।   সোমবার ৫ মে চকবাজারে অবস্থিত গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) এর কার্যালয় পরিদর্শনকালে এমন্তব্য করেন মেয়র। এসময় মেয়রের  সঙ্গে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম।
দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলমান জিএমআইটি কার্যালয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। মূলত একদিনে কোডিং জ্ঞান ছাড়াই কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, সে বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। পাশাপাশি চলছিল সাইবার সিকিউরিটি কোর্স এবং ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা।
সিটি মেয়র প্রথমে জিএমআইটির আইটি সার্ভিস রুম পরিদর্শন করেন, যেখানে ১৭টি বিষয়ের ওপর সার্ভিস প্রদান করা হয়। এরপর তিনি ওয়েবসাইট নির্মাণ বিষয়ক ওয়ার্কশপ ঘুরে দেখেন এবং পরে কেক কাটায় অংশ নেন। এছাড়াও তিনি ফ্রিল্যান্সারদের সঙ্গে মতবিনিময় করেন।
মিলনমেলায় বক্তব্য দিতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“চকবাজার আমার আবেগের জায়গা, শৈশব কেটেছে এই এলাকায়। জিএমআইটি যে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এআই, ল্যাঙ্গুয়েজ কোর্স—সবই সময়োপযোগী উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিগগির একটি অ্যাপ চালু করবে, যেখানে নাগরিকরা এলাকার সমস্যা জানাতে পারবে।”
বিশেষ অতিথি হিসেবে প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন,“জিএমআইটি চট্টগ্রামে আইটি খাতে বড় ভূমিকা রাখছে। বহু পরিবার আজ কর্মসংস্থান পেয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।”
সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন,“২০১৬ সালে স্বৈরাচারী সরকারের আমলে নানা বাধা সত্ত্বেও আমরা যাত্রা শুরু করি। ৫ আগস্টের পর আবারও শক্তভাবে এগিয়ে চলেছি। বর্তমানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে ৪টি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকার সমস্যা সমাধানে অবদান রাখছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমআইটির ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, ভাইস চেয়ারম্যান জাবেদ সিদ্দিকী নীলসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com