পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫

পাকিস্তানে হামলাকে ‘দুঃখজনক’ বললেন ট্রাম্প

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:২৮:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:২৮:১২ পূর্বাহ্ন
পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প  ‘ঘটনাটি দুঃখজনক, বলে অভিহিত করেছেন এবং আশা করেছেন যে এটি “খুব দ্রুত” শেষ হবে। 
ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্বের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তারা বহু বছর, এমনকি শতাব্দী ধরে লড়াই করছে। এই উত্তেজনা দ্রুত শেষ হওয়া উচিত।’
অপারেশন সিঁদুরের কয়েক ঘণ্টা পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন’ তাঁর কথায়, ‘ওয়াশিংটন পারমাণবিক শক্তিধর এশিয়ান প্রতিবেশীদের সঙ্গে  শান্তিপূর্ণ সমাধানের  জন্য যোগাযোগ অব্যাহত রাখবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। মঙ্গলবার তার মুখপাত্র ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়ে বলেন, ‘মহাসচিব নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকেই সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।’
সংযুক্ত আরব আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বিবৃতিতে জানিয়েছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহী ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য উত্তেজনা প্রশমন করতে আহ্বান জানিয়েছে।
’ যদিও ভারত আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছে, যে পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলা চালানোর ক্ষেত্রে সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত মাতা কী জয়।’
মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্ত‍ঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।  পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এ হামলার বদলা নিতে শুরু করেছে।
হামলায় হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরো তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা–মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। ওই হামলার জবাবে মঙ্গলবার (৬ মে) রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 
খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com