সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে এসএমপির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:২০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:২০:৪৯ অপরাহ্ন
সিলেট, ৮ মে : সিলেটে নির্বিঘ্নে আগামী ১১মে রবিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা আজ বৃহস্পতিবার দুপুরে  সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো: রেজাউল করিম,পিপিএম-সেবা, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, অংশু মারমা, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মিল্টন বড়ুয়া প্রমুখ।
সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেটে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন নির্বিঘ্নে করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শান্তি শোভাযাত্রায়  পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। 
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেন। এছাড়া অনুষ্ঠান এলাকা ও আশেপাশে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত থাকবেন। বুদ্ধ পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, RAB-9,অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট)সহ অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com