অবশেষে আইভী গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫০:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫০:৩৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ, ৯ মে : অভিযানের ছয় ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর নাটকীয়তার পর শুক্রবার (৯ মে) ভোরে দেওভোগের বাসভবন 'চুনকা কুটির'-এ  তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল তার দেওভোগের বাসায় অভিযান চালায়। পুলিশের অভিযানের খবরে রাতভর স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। রাতে দুই দফা পুলিশের একাধিক দল আইভীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভ শুরু করে।  এ সময় তারা জানান, যে কোন মূল্যে তারা আইভীকে আটক বা গ্রেফতার করতে দেবেন না। ৫ আগস্টের পর থেকে আইভী দেওভোগের বাসায় ছিলেন। ইতিমধ্যে তাকে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে। 
আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতভর আলোচনার পর তিনি ভোরে পুলিশের সঙ্গে যেতে সম্মত হন এবং ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারের সময় আইভী বলেন, "পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি।" তিনি আরও বলেন, "যদি 'জয় বাংলা' বলা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধী হতে চাই" । আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মামলাগুলোর তদন্ত চলছে। এই ঘটনাটি নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com