ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির পহেলা বৈশাখ পালিত 

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫১:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫১:৫০ পূর্বাহ্ন
ওরলান্ডো, (ফ্লোরিডা) ৯ মে : বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে গত ৩ মে শনিবার সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডোর আপনা ইভেন্ট প্লাজায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আপনা ইভেন্ট প্লাজায় ভেতর ও বাহিরে বৈশাখের সাজে সাজিয়ে তুলা হয়।
অসাধারণ রংতুলি, আলপনা, দেশীয় বৈশাখের উপকরন দিয়ে সাজিয়ে তুলেন বিশিষ্ট চারুশিল্পী স্নিগ্ধা খান লিপি। আপনা ইভেন্ট সেন্টারের বাহিরে ১৬ টি ভেন্ডার এর উপস্থিতি বৈশাখের আয়োজনে বাড়তি আকর্ষন ছিল। চারকল জাইকা রেস্টুরেন্ট এর স্টলে ছিল পান্তা  ইলিশ এর আয়েজন।
মাত্র ১৫ ডলারে অনেকেই পান্তা  ইলিশ কিনে খান চারকল জাইকা থেকে। ছিল ৬ টি রকমারী খাবারের দোকান ও ৯ টি নানা পন্যের স্টোর। বাংলাদেশ সোসাইটি বাচ্চাদের জন্য ফ্রী  ফেইসপেইন্টিং ও ফ্রি কারেক্টার বেলুন এর আয়োজন করে।
বৈশাখের আয়োজনে ছিল বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ। নাচ, গান, কবিতায় জমে উঠে সোসাইটির বৈশাখের আয়োজন। রাত বাড়তে থাকে লোকারণ্য পরিনত হয়ে উঠে আপনা প্লাজা।
আয়োজনে সোসাইটির রোমেল হোসেন, ইউনুস হোসেন, শাহিদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম বাবু, রিফাত তালুকদার, মইনুল হোসেন,  সামসুদ তোহা, রকিবুল  হাসান আলম , লিপি, তোফায়েল আহমদ, মনির সহ অনেকেই জড়িত ছিলেন। একটি চমৎকার গোছালো অনুষ্ঠান সবার ব্যাপক প্রশংসা কুড়ায়।
রাত ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ছিল সবচেয়ে বেশী উপস্থিতি। আপনা ইভেন্ট সেন্টারের ভেতর ও বাহিরের সব জয়গায় প্রবাসীরা ছিলেন বৈশাখের আমেজে। বৈশাখের স্টেজে অনেকে ছবি তুলতে ব্যস্ত সময় কাটান। সন্ধ্যায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানস্থল পদক্ষিন করে। নিউইয়র্ক থেকে আগত শিল্পী রোকসানা মির্জা ও প্রেমা রহমান পুরো ২ ঘন্টা জনপ্রিয় গান পরিবেশন করে জমিয়ে রাখেন। খাবারের স্টল গুলোতে ছিল ফুচকা, চটপটি, নানান রকমারী পিঠা, ইলিশ, বিরিয়ানি কেনার উপচে পড়া ভীড়।
রাফলে ড্র তে ৬৫ ও ৫৫ ইঞ্চি টিভি লাভ করেন সামস ইউ শোভন ও সৈয়দ মিলু।  তৃতীয় পুরস্কার সুটকেস সেট লাভ করেন মেলবর্নের সাজ্জাদ  হোসেন।
সোসাইটির সভাপতি রোমেল হোসেন বলেন, আমাদের চেষ্টার ত্রুটি ছিল না  বৈশাখের অনুষ্ঠানে যা যা প্রয়োজন তা করার চেষ্টা করা হয়েছে। রোমেল হোসেন আরো জানান, আগামী বছর আরও বড় আকারের আয়োজন হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বলেন, সোসাইটির সিরিয়াস কিছু সদস্য অনেক সময় ডোনেট করেছেন, এই ইউনিক অনুষ্ঠানটা সফল করতে। আশা করি সবাই উপভোগ করছেন।
সেসাইটির রিফাত আহমদ বলেন, আমাদের চেষ্টার কমতি ছিল না। আগামীতে আরও বড় আকারের অনুষ্টান হবে।
সোসাইটির শহিদুল ইসলাম বাবু বলেন, প্রতি বছর মানুষ বাড়ছে, আমাদেরও অনেক কিছু সংযোজন করতে হয়েছে। সবার অংশ গ্রহণে তা পুর্নতা পায়।
 বাংলাদেশ সোসাইটির ট্রেজারার শাহিদুল ইসলাম সাহেদ বলেন, অনেকেই সহযোগিতা করেছেন। আমরা সবার সম্মিলিত চেষ্টায় একটি নান্দনিক বৈশাখের আয়োজন করলান। এরকম অনুষ্ঠান সফল করা সবাই সহযোগিতা না করলে অসম্ভব।
১৬ টি ভেন্ডর ছিলেন অনুষ্টানে। চমৎকার একটি বৈশাখের আমেজ ছিল। অনেকেই ইলিশ মাছ ও পান্তা আনন্দের সাথে উপভোগ করেন।পরিবেশনে ভিন্নতা ছিল। সব গুলো ভেন্ডরকে ভাল বিক্রি করতে দেখা যায়। সেন্ট্রাল ফ্লোরিডার সব গুলো সংগঠনের উপস্থিতি ছিল বৈশাখের অনুষ্টানে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com