চট্টগ্রামে রেড ক্রিসেন্ট দিবস পালিত 

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ৯ মে : মানবতার সেবায় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয় বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে ও  চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে গতকাল ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, সূচনালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা করে আসছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে। মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয়। বিপদের সময় যেভাবে তারা মানুষের পাশে দাঁড়ায়, তা আমাদের প্রত্যেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। 
তিনি আরও বলেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে, বিশেষ করে ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের সময় এই সংস্থার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। এমন নিরলস প্রচেষ্টার কারণে রেড ক্রিসেন্ট সমাজে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
কর্মসূচির মধ্যে ছিল শান্তি র‌্যালি, রক্তদান কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের  কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন স্কুল কলেজের ১০০০ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র‍্যালী ওয়াসা মোড় হতে  বের হয়ে কাজির দেউরি  মোড় প্রদক্ষিণ করে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয়। 
রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের  সভাপতিত্বে করা হয়।  
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ ইমরান বিন ইউনুস। সভায় বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সিটি কার্যকরী পর্ষদ সদস্য  এইচ এম সালাউদ্দিন, জিয়াউল হক সোহেল, এ্যলামনাই  চট্টগ্রাম এর সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান,জিয়াউল হক সোহেল,মেহেদী হাসান রায়হান, যুব প্রধান আ. ন. ম তামজীদ, ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন, যুব উপ প্রধান-২ মুজাহিদুল ইসলাম রানা, দুর্যোগ বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com