বই পর্যালোচনা

টার্ক দ্বীপের সাদা দৈত্য

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন
 "টার্ক দ্বীপের সাদা দৈত্য" যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদের সপ্তম গ্রন্থ এবং দ্বিতীয় ভৌতিক গল্পগ্রন্থ। তাঁর প্রথম ভৌতিক গল্প ‘জবা নামের মেয়েটি’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জনের প্রায় তিন বছর পর তিনি নিয়ে এলেন এই নতুন সংকলন।
এটি ভৌতিক, রোমাঞ্চকর ও রহস্যময় গল্পের এক অনন্য সংস্করণ। বইটির প্রতিটি গল্পে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন ভৌতিক অভিজ্ঞতা—যেমন: টার্ক দ্বীপের সাদা দৈত্য, বুকিত কুতুরের কালো বিড়াল, ম্যারিয়ট হোটেলের ৩৩০ নম্বর কক্ষ ও আয়নার গল্প, কিংবা লেক অন্টারিওর ইউএফও।
এছাড়াও রয়েছে বটতলার ভূত, রানি শিখার দিঘীর মতো লোককাহিনির ছোঁয়া। ‘লেট্রিনের জ্বীন’ নামক গল্পে লেখক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রয়োগ করে দিয়েছেন একটি নতুন মাত্রা। এমনকি তিনি ডরোথি ম্যাকগ্রার মতো এক "জ্যান্ত ভূত" চরিত্রকেও গল্পে এনেছেন, যা পাঠককে দিনে-দুপুরেও শিহরিত করবে।
গল্পগুলো কখনো পাঠককে শিহরিত করবে, কখনো ভাবাবে, আবার কখনো নিয়ে যাবে অজানা এক জগতে। বলা যায়, এই গ্রন্থটি হলো ভয়, কৌতূহল ও কল্পনার এক মোহনীয় সংমিশ্রণ।
লেখক প্রবাসে থাকলেও তাঁর লেখায় স্বদেশের ছায়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের প্লটে প্রথম পুরুষে বর্ণনা এতটাই জীবন্তভাবে উপস্থাপিত যে পাঠকের মনে হবে তিনি যেন বাস্তব কোনো ঘটনার সঙ্গে সংযুক্ত হচ্ছেন। দশটি গল্পের প্রতিটিতে রয়েছে স্বকীয়তা, উজ্জ্বলতা এবং ভৌতিক আবেশ, যা পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখবে।
বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর এবং এটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনী অন্যপ্রকাশ। ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত এই বইটির গ্রন্থস্বত্ব মাজহারুল ইসলাম এর। পাঠকরা লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অথবা ঢাকার বইমেলায় অন্যপ্রকাশের স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও, ইচ্ছুক পাঠকরা রকমারি ডট কম থেকে অনলাইনেও বইটি অর্ডার করতে পারবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com