২০২৫ সালের অসাধারণ গ্র্যাজুয়েটদের সম্মান জানাল ডেট্রয়েট নিউজ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:২৬:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:২৬:০৫ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১০ মে : মিশিগানের শিক্ষা ক্ষেত্রে এক অনন্য ধারা অব্যাহত রেখে, দ্য ডেট্রয়েট নিউজ এবছর ৪০তম বছরের মতো রাজ্যের সেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েটস প্রোগ্রাম’-এর মাধ্যমে সম্মান জানিয়েছে। স্পার্কি অ্যান্ডারসনের চ্যারিটি ফর চিলড্রেন-এর সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত এই উদ্যোগটি, শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ এবং জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরেছে।
এই অনন্য তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি ও বেসরকারি স্কুল থেকে মনোনীত অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে। মনোনয়নগুলো মূল্যায়ন করা হয় শিক্ষার্থীদের জিপিএ, পরীক্ষার স্কোর, সম্মাননা, সামাজিক অংশগ্রহণ এবং পছন্দের একাডেমিক ক্ষেত্রের দক্ষতা বিচার করে।
বিশেষভাবে, "Against All Odds" বিভাগে সেইসব শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়েছে যারা শারীরিক অসুবিধা বা ব্যক্তিগত ও পারিবারিক কঠিন পরিস্থিতি অতিক্রম করেও অসাধারণ সাফল্য অর্জন করেছে।
নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন শিক্ষক, পরামর্শদাতা ও শিক্ষাগত বিশেষজ্ঞদের একটি বিচারক প্যানেল। বিচারকরা জানিয়েছেন, এতগুলো প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যে থেকে সেরা নির্বাচন করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এই কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা শুধু নিজেদের বিদ্যালয়ের নয়, গোটা মিশিগানের গর্ব।
দ্য ডেট্রয়েট নিউজ তাদের কৃতজ্ঞতা জানিয়েছে সেই সকল শিক্ষক, অধ্যক্ষ ও পরামর্শদাতাদের প্রতি, যারা এই প্রতিযোগিতার জন্য সময় দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে, যারা সময় ও আন্তরিকতা দিয়ে বিচার কার্য সম্পন্ন করেছেন।
এই বছর ২০২৫-এর ‘আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েটস’ ক্লাসের সদস্যরা ভবিষ্যতে চিকিৎসা, প্রকৌশল, আইন, সমাজসেবা ও আরও নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবেন—এমনটাই প্রত্যাশা করছে পুরো রাজ্য।
দ্য ডেট্রয়েট নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের প্রাক্তন মনোনীতদের অনেকে আজ প্রতিষ্ঠিত পেশাজীবী এবং অভিভাবক। তাদের পথ অনুসরণ করেই আজকের তরুণ স্নাতকরা এগিয়ে চলবে।”
২০২৫ সালের ক্লাসে স্নাতক হওয়া মিশিগানের সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে দ্য ডেট্রয়েট নিউজ বলেছে, “তোমরাই আগামী দিনের নির্মাতা। তোমাদের সাফল্যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।” 
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com