শিব মন্দিরে মা দিবসে সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:০৯:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:১৭:৩৯ অপরাহ্ন

ওয়ারেন, ১২ মে : গতকাল রোববার মা দিবস উপলক্ষে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে মায়েদের সম্মান জানাতে কেক কাটা, পিলো পাসিং খেলা ও গান পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সন্তানরা তাদের মায়েদের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

মা দিবস উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল ‘পিলো পাসিং’ খেলা। এই খেলায় গান থামানোর সঙ্গে সঙ্গে যাঁর হাতে বালিশ থাকত, তিনি নিয়ম অনুযায়ী আউট হয়ে যান। এবং খেলাটি শেষ পর্যন্ত একজন বিজয়ী নির্বাচন করার জন্য চলতে থাকে। খেলাটি এক পর্যায়ে বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে, এবং সবশেষে ২ জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর  সপর্নঅ চৌধুরী বিজয়ী হন। এই মজার খেলা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আনন্দের পরিবেশ তৈরি করে এবং মা দিবসের আনন্দকে আরও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে ‘মা’কে উৎসর্গ করে গান পরিবেশন করেন শিব মন্দিরের কণ্ঠশিল্পী পৃথা দেব। তিনি গেয়েছেন তিনটি আবেগঘন গান, যার মধ্যে ছিল “আমি খুঁজেছি তোমায় মাগো ওই আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায়” — যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। গানগুলোর সুর ও কথা অনুষ্ঠানে এক আবেগময় পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড, দেবাষীষ মৃধা বলেন, “মা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি অনুভব, তিনি আশ্রয়। আজকের দিনটি আমরা তাঁকে কেন্দ্র করেই উৎসর্গ করেছি।” আজকের অনুষ্ঠানটি খুবই হৃদয়ছোঁয়া। সন্তানদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া সত্যিই আশীর্বাদ। তাঁরা আমাদের জীবনের প্রেরণা। আমরা চাই এই ভালোবাসা শুধু একদিন নয়, প্রতিদিন বজায় থাকুক।” অনুষ্ঠানের শেষে সবাই মিলে একসাথে কেক কাটেন। 

এই আয়োজনটির উদ্যোগে ছিল শিব মন্দিরের ইয়ুথ ফোরাম, যারা মা দিবসের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে পরিকল্পনা ও পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com