শিব মন্দিরে স্বর্গীয় সারদা বালা পালের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও সংকীর্তন

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:০৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:০৩:০৫ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৩ মে : শিব মন্দিরের একনিষ্ঠ ভক্ত বেনু পালের সদ্য প্রয়াত স্বর্গীয় মা সারদা বালা পালের আত্মার শান্তি কামনায় গত রোববার দুপুরে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 
দুপুর ২টায়  গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মন্দিরের একাধিক ভক্ত একত্রে শ্রীমদ্ভগবদগীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন। শাস্ত্রমতে, গীতার শ্লোক পাঠে পরলোকগত আত্মার চিরশান্তি ও সদগতি লাভ হয়। এজন্য ভক্তরা গভীর ভক্তি ও মনোযোগসহকারে শ্লোক পাঠে অংশগ্রহণ করেন, যাতে প্রয়াত আত্মার মুক্তি ও কল্যাণ সাধিত হয়। এই পাঠের মাধ্যমে একদিকে যেমন আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়, অন্যদিকে উপস্থিত ভক্তদের মাঝেও আত্মিক শান্তি ও চেতনার জাগরণ ঘটে।
গীতা পাঠ শেষে  ভক্তরা সমবেত কণ্ঠে 'হরে রাম হরে কৃষ্ণ' নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী সকল ভক্তদের জন্য রকমারি সুস্বাদু প্রসাদের আয়োজন করা হয়। এতে ছিল ডাল, লাবড়া, ছানার তরকরি, ডালের বড়া দিয়ে বেগুনের তরকারি, আলুবাজি, দই মিষ্টি সহ নানা নিরামিষ পদ, যা ভক্তরা ভক্তিভরে গ্রহণ করেন।
শিব মন্দিরের  প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু  বলেন, আমাদের মন্দির শুধু পূজার স্থান নয়, এটি আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর স্থানও। স্বর্গীয় মা-এর আত্মার শান্তি কামনায় আমরা সকলে একত্রে প্রার্থনা করেছি, এটাই আমাদের সমাজের সৌন্দর্য। এই অনুষ্ঠানটি ছিল একাধারে স্মরণ, শ্রদ্ধা, ও আত্মিক বন্ধনের এক অপূর্ব উদাহরণ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com