বুদ্ধ পূর্ণিমায় মানব কল্যাণে ধম্মকথা'র দিনব্যাপী অনুষ্ঠানমালা 

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ১৩ মে : বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে মানব কল্যাণে ধম্মকথা'র যাত্রা শুরু এবং দিনব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। 
রবিবার ১১ মে, সকাল ৭টায় সংগঠনের চট্টগ্রাম নাসিরাবাদস্থ অস্থায়ী কর্যালয়ে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। এরপর র‍্যালি সহকারে চট্টগ্রাম ডিসি হিলের নজরুল স্কয়ারে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ শেষে পথসভা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি রুবেল বড়ুয়া। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্তু বড়ুয়া, রবিন বড়ুয়া, আপন বড়ুয়া, সৈকত বড়ুয়া, অর্পন বড়ুয়া, সুমেধ চৌধুরী, তীলক বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, হৃদয় বড়ুয়া, ইমন বড়ুয়া, প্রয়াস বড়ুয়া, টমাস বড়ুয়া, তন্ময় বড়ুয়া, তুহিন বড়ুয়া, রাহুল বড়ুয়া, শাওন বড়ুয়া দীপ, সঞ্চয় বড়ুয়া, কিরণ বড়ুয়া, নিলয় বড়ুয়া, প্রলয় বড়ুয়া।
দ্বিতীয় পর্ব রাউজানের কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সচ্চিতানন্দ মহাথেরোর পরিচালনায় বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন ও সমবেত প্রার্থনা এবং সিলেটে উৎফল বড়ুয়ার তত্বাবধানে অভি বড়ুয়ার সার্বিক সহযোগিতায় ধম্মকথা একই কর্মসূচি পালন করে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com