নবীগঞ্জে নগদ টাকা ও খেলার  সরঞ্জামাদিসহ ৯ জুয়ারি আটক

আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ০২:৪৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ০২:৪৬:৩০ অপরাহ্ন
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৪ মে : গতকাল শনিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রাম থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জুয়ারিকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ ৷ গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ওই গ্রামের মোঃ রাজা মিয়া (৫০), ইলাছ উদ্দিন (২৬), আবু ছালেক মিয়া (২৮), আব্দুস সামাদ (২৩),  শিপন মিয়া (২৩), আলমগীর (২৯), আম্বর উদ্দিন (৩০), সেলিম মিয়া (৩৮), সবুজ মিয়া(২৯)। 
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোঃ রাজা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই ৯ জুয়ারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জাম তাস ২০৮টি এবং নগদ আট হাজার দুইশত দশ টাকা উদ্ধার করা হয়। রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com