হ্যাজম্যাট টিম মোতায়েন

লিভোনিয়া-ফার্মিংটন হিলস সীমান্তে বিপজ্জনক রাসায়নিক লিক

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:০২:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:০২:২০ পূর্বাহ্ন
ট্রাক্টর-ট্রেলার থেকে ছড়িয়ে পড়া বিপজ্জনক অ্যাসিড পরিষ্কারে কাজ করছে বিশেষায়িত দল/City Of Farmington Hills

লিভোনিয়া, ২০ মে : লিভোনিয়া ও ফার্মিংটন হিলসের সীমান্তবর্তী এলাকায় একটি সেমিট্রাক্টর-ট্রেলার থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থ ফেরিক ক্লোরাইড লিক হওয়ার ঘটনায় সোমবার বিকেলে জরুরি সাড়া প্রদানকারী দল হস্তক্ষেপ করেছে। ঘটনার পরপরই হ্যাজার্ডাস মেটেরিয়ালস (হ্যাজম্যাট) ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মিডল বেল্ট রোড ও এইট মাইল রোড-এর দক্ষিণে একটি ট্রাক থেকে ফেরিক ক্লোরাইড লিক করার খবর পেয়ে লিভোনিয়া ও ফার্মিংটন হিলসের ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায়।
ফার্মিংটন হিলস শহরের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, রাসায়নিক লিকটি গুরুতর ঝুঁকিপূর্ণ হতে পারত। লিক হওয়া ফেরিক ক্লোরাইড সাধারণত কমলা থেকে বাদামী-কালো রঙের কঠিন পদার্থ যা জল বিশুদ্ধকরণ, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, সার্কিট বোর্ড খোদাই এবং রাসায়নিক উৎপাদনে ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন (NLM) অনুসারে, ফেরিক ক্লোরাইড গিলে ফেললে মানবদেহে মারাত্মক ক্ষতি করতে পারে। এটি ত্বকে জ্বালাপোড়া, চোখের ক্ষতি এবং জলজ পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর।
বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় ওয়েস্টার্ন ওয়েইন হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস রেসপন্স টিমকে তৎক্ষণাৎ সক্রিয় করা হয়। রেসপন্স টিমের সদস্যরা ‘লেভেল এ’ হ্যাজম্যাট স্যুট পরে ট্রেলারের অভ্যন্তরে প্রবেশ করেন এবং লিক হওয়া স্থানটি বন্ধ করে দেন।
শহর কর্তৃপক্ষ জানায়, রাসায়নিক পরিষ্কারের কাজটি ট্রাকিং কোম্পানির তত্ত্বাবধানে কয়েক ঘণ্টা সময় নিয়ে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। জরুরি ক্রুরা রাত ৯:১৪ পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন।
এই ঘটনায় কোনো ব্যক্তি আহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে ও রাস্তার ওই অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com