বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৪:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৪:০৩ পূর্বাহ্ন
ঢাকা, ২০ মে: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংক কর্তৃপক্ষ ফোনে বিষয়টি অবহিত করে এবং আজ সকালে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬০০০ টাকা ও ৪ হাজার ২০০ টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭,০০০ টাকা খরচ হবে। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি এবং আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
ফয়েজ আহমদ আরও বলেন, “আজ থেকেই বাংলাদেশি গ্রাহকরা স্টারলিংক অর্ডার করতে পারবেন। প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রত্যাশা পূরণ হলো।”
তিনি আশা প্রকাশ করেন, দেশের দুর্গম এলাকাগুলোতে যেখানে ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে এনজিও, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সাররা সারা বছর নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com