ওয়ারেনে বাংলাদেশি-আমেরিকান ১০ কমিশনারকে সম্মাননা সনদ প্রদান

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৪৩:৫৩ অপরাহ্ন
ওয়ারেন, ২০ মে : প্রাণবন্ত এক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকার মিশিগান স্টেটের ওয়ারেন সিটি কাউন্সিল অব কমিশন-এর বৎসরিক অ্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠান। সোমবার একটি বেনকিউট সেন্টারে এই অ‍্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠিত হয়। 
মেয়র লরি এম স্টোন, সিটি কাউন্সিল মেম্বার, কমিশন মেম্বার, সিটির কর্মকর্তাগণ এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণে উষ্ণ ও আনন্দদায়ক হয় নাইট অনুষ্ঠান। 
অনুষ্ঠানে ওয়ারেন সিটির পক্ষ থেকে সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কমিশনের সকল কমিশনারদের সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়। ট্যাক্স ইনক্রিমেন্ট ফিন্যান্স কমিশনার কবির আহমেদ এবং প্লানিং কমিশনার সৈয়দ সাহেদুল হকসহ ১০জন বাংলাদেশি-আমেরিকান কমিশনার সম্মাননায় ভূষিত হন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন মেয়র লরি এম স্টোন। সম্মাননা প্রাপ্ত অন‍্য কমিশনাররা হলেন ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান, মৌরি, সুলতানা, দিলোয়ার আনসার।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com