ঝর্ণা বন্ধ থাকবে আধুনিকায়নে

বেল আইলের জনপ্রিয় স্লাইড ফিরছে শিগগিরই

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০১:০১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০১:০১:০৪ পূর্বাহ্ন
ডেট্রয়েট,  ২২ মে :  বেল আইলের জনপ্রিয় আকর্ষণ “জায়ান্ট স্লাইড” শীঘ্রই আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (ডিএনআর)। যদিও নির্দিষ্ট তারিখ ও সময় এখনো জানানো হয়নি, কর্মকর্তারা আশা করছেন, কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হবে।
ডিএনআর-এর আরবান ডিস্ট্রিক্ট সুপারভাইজার টম বিসেট জানিয়েছেন, স্লাইডের উপরের নিরাপত্তা পর্দা ইনস্টল ও পরিদর্শনের কাজ শেষ হলেই এটি চালু হবে। তবে এখনই এক বা দুই সপ্তাহের মধ্যে খোলার সম্ভাবনা নেই বলেও তিনি সতর্ক করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে স্লাইডটি মেরামতের জন্য সাময়িক বন্ধ করা হয়েছিল, কারণ অনেকে অতিরিক্ত গতিতে নিচে নেমে আসছিলেন — কেউ কেউ তো আকাশেও উড়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আসে। ২০২৪ সালে পুনরায় চালুর আগে স্লাইডটি থেকে মোম ধুয়ে ফেলা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টম বিসেট আরও জানান, ২০২৪ সালে বেল আইলে প্রায় ৫.৩ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটে।
এদিকে, দ্বীপের আরেক ঐতিহাসিক আকর্ষণ জেমস স্কট মেমোরিয়াল ফাউন্টেন ১০০ বছর পর সংস্কারের মুখোমুখি। ৬ মিলিয়ন ডলারের বাজেটের আওতায় আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং আগামী সপ্তাহগুলির মধ্যেই ফাউন্টেনটি প্রায় ১৮ মাসের জন্য বন্ধ হয়ে যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com