
ওয়ারেন, ১৪ মে : ওয়ারেন সিটির নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী খাজা আফজাল হোসেনের সমর্থনে এক মত বিনিময় সভা আজ সন্ধ্যায় নগরীর বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টানে খাজা আফজাল হোসেনের পরিবার সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভায় নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগষ্টের ৮ তারিখে অনুষ্টিত হতে যাচ্ছে ওয়ারেন সিটির নির্বাচন। ওয়ারেন সিটিতে কাউন্সিলর প্রার্থী হিসাবে ডিস্ট্রিক-১ থেকে নির্বাচন করেছেন বাংলাদেশি আমেরিকান খাজা আফজাল হোসেন।