গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:২১:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:২১:০১ পূর্বাহ্ন
ঢাকা, ২৩ মে : গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সঙ্গে সত্যতা যাচাই করে সচেতন থাকতেও বলা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে সেনাবাহিনীর এই অনুরোধ জানানো হয়েছে।
সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
এর আগে, বৃহস্পতিবার (২২ মে) রাতে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগষ্ট ও পরবর্তী সময়ে সেনানিবাসে মোট ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com