হবিগঞ্জে শব্দকথার আয়োজনে নজরুল জন্মবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৭:১২ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৪ মে :  দ্রৌহের সুর, বিপ্লবী চেতনা আর সাম্যের বাণীতে মুখরিত শব্দকথা প্রকাশন প্রাঙ্গনে একখণ্ড সাহিত্যভূমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শব্দকথা লেখক পাঠক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান "গানে, কবিতায় ও কথামালায় নজরুল"।
শনিবার (২৪ মে) বিকেল ৪ ঘটিকায় শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব ও সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, আনন্দ বাজার সাংস্কৃতিক পরিষদের সভাপতি হেলাল আহমেদ, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, সংগঠক সৈয়দা রিমা প্রমুখ।
অনুষ্ঠানে নজরুলের গান পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী স্বদেশ দাশ, অ্যাডভোকেট আশরাফুন্নেছা খানম মুন্নী, গোপী মোহন দাস ও ইয়াসিন মাহমুদ।
আবৃত্তি পরিবেশন করেন সহশ্রীতা দাশ গুপ্ত, তাসনীমুল জান্নাত, সৈয়দা বেলী, জান্নাতুল নওমি, চৌধুরী তাওহীদ বিন আজাদ, নিপা রানী কর, দিপংকর রায়, শাহ সালমা, মোস্তাকিম আয়ান, মোঃ আরিফ মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি মনসুর আহমেদ বলেন, "জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, প্রেম ও মানবতার বার্তা এবং তাঁর সাহিত্যকীর্তির বিভিন্ন দিক তরুণ প্রজন্মের কাছে জানান দিতে হবে। নজরুলের আদর্শ ও সাহিত্যচর্চা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com