সিলেটে সিসিএস সদস্যদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:৪০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:৪০:১৪ পূর্বাহ্ন
সিলেট, ২৫ মে : সচেতন ভোক্তাদের সংগঠন CCS - Conscious Consumers Society সিলেট জেলার সদস্যদের পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সিলেটের মুসলিম সাহিত্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন। তিনি বলেন, “সিসিএস-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক স্বেচ্ছাসেবীর দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি।” তিনি নতুন স্বেচ্ছাসেবীদের মতামত শুনে তা সাদরে গ্রহণ করেন এবং সবাইকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিএসের সিনিয়র সদস্য এমাদ উদ্দিন,মির্জা রেজওয়ান বেগ,ফজলে ইলাহী,প্রভাষক আতিক আহমেদ শামীম, ইঞ্জিনিয়ার মো: শামীম আহমেদ জালাল ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ। 
বক্তব্যে আরও জানানো হয়, সিলেট জেলায় ভবিষ্যতে যদি কোনো ভোক্তার অধিকার ক্ষুণ্ন হয়, তাহলে সিসিএস সিলেট জেলা শাখা সক্রিয়ভাবে নজরদারি করে ভোক্তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবং সকল সদস্য একসঙ্গে ভোক্তা অধিকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com