বোয়ালখালীতে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০৭:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০৭:৫৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ২৫ মে : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে শনিবার, ২৪ মে, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বোয়ালখালী উপজেলার গোমডন্ডী ফুলতল এলাকায় একটি ব্যাপক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা, মেডিসিন, স্ত্রীরোগ, চর্ম রোগ, ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয়ের মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এন. মোহাম্মদ প্লাস্টিকের পরিচালক মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো. ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। 
সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও ক্লাব লিও ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) লিও মিরাজ উদ্দিন, লিও নিলয় দাস, লিও আবদুল্লাহ জাহের নাজিব, লিও তাওহীদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব এবং লিও ফয়সাল জোবায়েদ প্রমূখ।
প্রধান অতিথি লায়ন কোহিনূর কামাল বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতারে উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তিনি এন. মোহাম্মদ প্লাস্টিক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com