
মাধবপুর, (হবিগঞ্জ) : কাঁঠাল ভর্তি পিকআপ ভ্যান ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া (৪১) ঘটনাস্থলে নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্বার করেছে। দুর্ঘটনার ঢাকা সিলেট মহাসড়ক অর্ধ ঘন্টার ওপরে বন্ধ ছিল।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে নিহত হন। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। নিহত লিটন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া গাড়িতে আটকে ঘটনাস্থলে নিহত হন। বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। নিহত লিটন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।