বিএনপি ক্যালিফোর্নিয়ায় নেতৃত্বে হবিগঞ্জের মাসুদ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৩ জুলাই :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রেরের লস এঞ্জেলেস প্রবাসী, হবিগঞ্জের কৃতি সন্তান বদরুল আলম মাসুদ।
তিনি দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। নতুন এ মনোনয়নের পর ক্যালিফোর্নিয়ার বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তার এ পদে আসীন হওয়াকে স্বাগত জানিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বদরুল আলম মাসুদ সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বদরুল আলম মাসুদ বলেন, “দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকে প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।” সম্প্রতি বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও  এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পাদক করে ক্যালিফোর্নিয়া বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, বদরুল আলম মাসুদের মতো উদ্যমী ও সৎ নেতৃত্বের মাধ্যমে ক্যালিফোর্নিয়া বিএনপি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বদরুল আলম মাসুদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীরকোট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম এ রশীদ তাদের বংশের কৃতিমান পুরুষ। এই পরিবারে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক, কবি, সাহিত্যিক সহ অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। বদরুল আলম মাসুদ নিজ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে ছাত্রজীবন থেকেই জড়িত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com