বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৯:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৯:৩০ পূর্বাহ্ন
বান্দরবান, ৩ জুলাই : বান্দরবানের রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর পর্যন্ত চালানো অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের অবস্থান শনাক্ত করে মোবাইল টহল পরিচালনা করছিল।
সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলার পর দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে কেএনএফের কমান্ডারসহ দুইজন নিহত হন। ঘটনাস্থল থেকে তিনটি টিএসএমজি, একটি দেশীয় বন্দুক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া, সেনাবাহিনী একই রাতে পলি প্রাংশার বিলছড়ি, কাইগোছড়াসহ কয়েকটি এলাকা তল্লাশি অভিযান চালায়। নিহতদের ঘটনাপ্রেক্ষিতে ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনার ফলে আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এই এলাকায় সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com