হবিগঞ্জ-সরাইল মহাসড়কের লাখাই অংশ সংযুক্তিতে টেকনিক্যাল কমিটি গঠন

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন
ঢাকা, ৩ জুলাই : হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক চারলেনে প্রশস্তকরন প্রকল্প থেকে ইতিপূর্বে বাদ দেওয়া লাখাই অংশকে পুনরায় সংযুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি 'টেকনিক্যাল কমিটি' গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। গত ২৯ জুন ঢাকায় অনুষ্টিত এই প্রকল্প সংক্রান্ত 'প্রজেক্ট স্টিয়ারিং কমিটি'র এক বৈঠকে এই 'টেকনিকাল কমিটি' গঠন করা হয়। যোগাযোগ সচিবের অসুস্থতাজনিত অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউল হক। অতিরিক্ত সচিবকে প্রয়োজনে সরেজমিনে প্রকল্প এলাকা লাখাই সফর করার আহবান জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সম্প্রতি গঠিত লাখাই উপজেলার উন্নয়ন এডভোকেসি সংগঠন 'ইউনাইটেড ফর লাখাই'-এর উপদেষ্টা জালাল আহমেদ। তিনি বলেন, এই মহাসড়কের লাখাই অংশ চারলেনে সম্প্রসারণের বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে ইউনাইটেড ফর লাখাই-এর সমন্বয়ক শফিউল আলম সজল জানান, পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক আঞ্চলিক মহাসড়ক বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি প্র্র্রতিনিধি দল গত ৩০ জুন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ-এর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের উপস্থিতিতে উপদেষ্টা জালাল আহমেদ হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়ক বিষয়ক প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব ড. জিয়াউল হকের সাথে কথা বলেন। জালাল আহমেদ দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে যত দ্রুত সম্ভব সরেজমিনে প্রকল্প সফরের আহ্বান জানান এবং প্রয়োজনে তিনি নিজে অতিরিক্ত সচিবকে নিয়ে প্রকল্প এলাকায় সফর করার আগ্রহ প্রকাশ করেন। ইউনাইটেড ফর লাখাই-এর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জয়েন্ট-কোঅর্ডিনেটর এডভোকেট মোশাররফ হোসেন, এপিপি; সহকারী অধ্যাপক আতাউর রহমান অপূর্ব এবং এডভোকেট দেবাশীষ।
ইউনাইটেড ফর লাখাই-এর প্রধান সমন্বয়ক কাউসার মুমিন বলেন, হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল প্রকল্প থেকে লাখাই অংশ বাতিলের পর থেকেই 'ইউনাইটেড ফর লাখাই-এর পক্ষ থেকে আমাদের উপদেষ্টা জালাল আহমেদ বাংলাদেশ সরকারের যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে ও যোগাযোগ সচিবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আমরা স্থানীয় থানা ও জেলা পর্যায়ে আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি এবং তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে, আন্দোলন ও এডভোকেসি একই সাথে চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত লাখাইবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে 'ইউনাইটেড ফর লাখাই' এভাবেই সামাজিক ও প্রশাসনিক এডভোকেসি অব্যাহত রাখবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com