ফোর্থ জুলাই উপলক্ষে উইক্সম ও নোভিতে পারিবারিক মিলনমেলা ও জন্মদিন উদযাপন

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০২:১৬:৪৩ পূর্বাহ্ন
নোভি/উইক্সম, ৫ জুলাই : যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রাজ্যের উইক্সম ও নোভি শহরে উদযাপিত হলো এক স্মরণীয় দিন। পারিবারিক মিলনমেলা, বন্ধু-পরিজনের আনন্দঘন উপস্থিতি, কিশোরের জন্মদিন উদযাপন এবং রাতে ফায়ারওয়ার্কস সব মিলিয়ে দিনটি ছিল অনন্য।
উইক্সম শহরের সুপরিচিত বাসিন্দা, বিশিষ্ট রেষ্টুরেন্ট ব্যবসায়ী সত্যেন্দ্র দাসের আমন্ত্রণে দুপুর থেকে শুরু হয় দিনব্যাপী এই মিলনমেলা। নোভি সিটির খ্যাতনামা 'রিকি সুশি' রেস্তোরাঁয় আয়োজিত হয় একটি বিশেষ লাঞ্চ, যেখানে পরিবার,আত্মীয়স্বজন ও বন্ধুরা অংশগ্রহণ করেন এবং উপভোগ করেন সুস্বাদু সব খাবার। অতিথিদের আপ্যায়নে ছিল আতিথেয়তা ও আনন্দঘন পরিবেশ।

লাঞ্চের পর বিকেলে সবাই ছুটে যান নোভি শহরের ওয়ালেড লেক পার্কে। প্রকৃতির মাঝে ছায়াঘেরা এই বিশাল পার্কে শিশু-কিশোরদের জন্য ছিল খেলার মাঠ, আর বড়দের জন্য ছিল একটি প্যাভিলিয়নে নির্ঝঞ্ঝাট আড্ডার সুযোগ। উন্মুক্ত পরিবেশে হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে সবার বিকেল।
দিনের শেষ ভাগে, সন্ধ্যায়, উইক্সম সিটির স্টোনগেট ভিলেজে অবস্থিত সত্যেন্দ্র দাসের নিজস্ব বাসভবনে আয়োজন করা হয় আরেকটি পর্ব। একপর্যায়ে তার বড় ছেলে শঙ্কু দাসের ১২তম জন্মদিন কেক কেটে ঘরোয়া পরিবেশে পালন করা হয়। উপস্থিত সবাই প্রাণভরে শুভেচ্ছা জানান শঙ্কুকে।

দিনের পরিসমাপ্তি ঘটে রাতের ফায়ারওয়ার্কস প্রদর্শনীর মাধ্যমে। আকাশজুড়ে আলোর ঝলকানি আর রঙিন আতশবাজির নান্দনিক দৃশ্যে মুগ্ধ হন সবাই। শিশুদের চোখে ছিল বিস্ময় আর উল্লাস, বড়দের মনে ছড়িয়ে পড়ে গভীর তৃপ্তি।
এই আয়োজনে কেবল একদিনের ছুটিকে উদযাপন করা হয়নি, বরং এটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়, যেখানে পারিবারিক বন্ধন, সম্প্রীতি ও সংস্কৃতির ছোঁয়ায় আরও দৃঢ় হয়ে ওঠে প্রবাসজীবনের মানবিক সম্পর্কগুলো।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com