ফ্লাইটে নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রী আটক

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন
ডেট্রয়েট, ৮ জুলাই : টোকিও থেকে ডেট্রয়েটগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ১৮ বছরের কম বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রীকে ফেডারেল আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি খোয়া নগুয়েনের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছে এফবিআই।
আদালতের নথি অনুসারে, গত ৫ জুলাই ডেল্টা এয়ারলাইন্সের ওই ফ্লাইট চলাকালীন নগুয়েন কিশোরী যাত্রীটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠে। কিশোরীর মা বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানের ক্রুদের জানালে, ক্রুরা নগুয়েনকে নজরদারিতে রেখে জিপ টাই দিয়ে আটকে রাখেন। বিমানটি রোমুলাসের ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে অবতরণের পর তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী এফবিআই কর্মকর্তাদের জানান, তিনি টয়লেট থেকে ফেরার পথে অনুভব করেন, একজন ব্যক্তি পেছন থেকে তার পোশাকের ওপর দিয়ে তার নিতম্বে হাত রাখেন। তিনি সরতে চাইলেও ওই ব্যক্তি বারবার তার পথ আটকে দেন এবং তাকে সার্ভিস কার্টের পাশে আটকে রাখেন।
অপর এক যাত্রী জানান, ফ্লাইটজুড়ে নগুয়েনের আচরণ ছিল অস্বাভাবিক—তিনি নানা অদ্ভুত প্রশ্ন করছিলেন, বসে থাকছিলেন না, এবং ভুক্তভোগীকে অনুসরণ করছিলেন বলে উল্লেখ করেন।
ফেডারেল অভিযোগে বলা হয়েছে, বিমানে যুক্তরাষ্ট্রের এখতিয়ারে অবস্থানকালে এই ধরনের যৌন আচরণ আইনত দণ্ডনীয়। দোষী সাব্যস্ত হলে নগুয়েনের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে “অবৈধ ও অনভিপ্রেত আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা” অনুসরণ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করে। নগুয়েনকে ডেল্টার অভ্যন্তরীণ “নো-ফ্লাই তালিকায়” যুক্ত করা হয়েছে।
নগুয়েনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর সোমবার তাকে ডেট্রয়েটের ফেডারেল আদালতে হাজির করা হবে। এই মামলায় এখনও তার পক্ষে কোনো আইনজীবীর নাম নথিভুক্ত হয়নি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com