নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:১৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০১:১৫:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জ, ৮ জুলাই : জেলার নবীগঞ্জ উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে পূর্বঘোষিত সংঘর্ষে ফারুক মিয়া নামে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে অর্ধশতাধিক দোকানপাটে ভাঙচুর ও অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ হয়।
সংঘর্ষের সূত্রপাত হয় ব্যক্তিগত বিরোধ থেকে, যা পরে মৎস্যজীবী ও অমৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেনা-পুলিশ মোতায়েন করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com