বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৫:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৫:৩১ পূর্বাহ্ন
ওয়ারেন, ৮ জুলাই : বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানিয়েছেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, এই শুল্ক মৌলিক খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে আরোপিত হবে। তিনি সতর্ক করে দেন, ঘুরপথে পণ্য আমদানির চেষ্টা করলে তাতেও একই হারে শুল্ক প্রযোজ্য হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে, তাহলে শুল্ক প্রযোজ্য হবে না। বরং অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজ করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল ট্রাম্প বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপ করেন, তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। তার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক ছিল ১৫ শতাংশ।
এদিকে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com