
ঢাকা, ৮ জুলাই : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির সময় ইসমাইল খান (৮০) নামে এক বৃদ্ধকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রী সালেহা বেগম (৭০) কে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাত দল। এ সময় ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।
বিবির বাগিচা ইত্যাদি গলির ওই চার তলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন এই বৃদ্ধ স্বামী-স্ত্রী। ঘটনার সময় ওই বাসায় গ্রিল কেটে প্রবেশ করেকয়েকজন ডাকাত। বৃদ্ধ দম্পতিকে আহত করে নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ডাকাতি উদ্দেশ্যে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
বিবির বাগিচা ইত্যাদি গলির ওই চার তলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন এই বৃদ্ধ স্বামী-স্ত্রী। ঘটনার সময় ওই বাসায় গ্রিল কেটে প্রবেশ করেকয়েকজন ডাকাত। বৃদ্ধ দম্পতিকে আহত করে নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ডাকাতি উদ্দেশ্যে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।