আওয়ামী লীগ-বিএনপি একই গাছের দুই ডাল : নাটোরে ফয়জুল করীম

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন
নাটোর, ৮ জুলাই : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একে অন্যের নীতিকে অনুকরণ করছে; তারা একই গাছের দুই ডাল। মঙ্গলবার (৮ জুলাই) নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম আরও বলেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক।
ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে। বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে। তারা কেউই জনগণের জন্য কাজ করেনি। কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনো দিন পরীক্ষা দিতে আসব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। 
‎তিনি বলেন, ইসলামী দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম দুনিয়াতে এসেছেই গরিবদের উন্নয়ন করার জন্য। গরিবদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। ইসলামী অর্থনীতি ছাড়া গরিবদের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। আমাদের অর্থনীতি চালু হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কেউ আর দারিদ্র্যসীমার নিচে থাকবে না।” চাঁদাবাজ ও ধর্ষকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়াতে পেরেছি, চাঁদাবাজ-ধর্ষকদের বিরুদ্ধেও দাঁড়াতে জানি। দেশটাকে কেউ মগের মুল্লুক ভাবার সুযোগ পাবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, মুফতি নুরুন নাবী, হাফেজ কামাল উদ্দিন সিরাজ ও ড. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com