লাখাইয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স'র মাসিক উন্নয়নসভা ও চেক বিতরণ 

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৩:৩৫ অপরাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) ৮ জুলাই :  লাখাইয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মাসিক উন্নয়ন সভা ও বীমাগ্রাহকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ই জুলাই)  সকাল দশটায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের  স্বজনগ্রাম সাংগঠনিক অফিসে এ চেক বিতরণ  অনুষ্ঠান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মহিবুর রহমানের সভাপতিত্বে ও জোনাল ইনচার্জ নেপাল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের হবিগঞ্জ জেলা শাখার মনিটরিং অফিসার ও এভিপি শাহাদাত হোসেন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জোন প্রধান শাহজাহান মিয়া , বিশিষ্ট মুরুব্বি সেলিম মিয়া,  এনায়েত হোসেন,  ফিরোজ মিয়া,  মারাজ মিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাশিয়ার মোহাম্মদ বরকতুল্লাহ,  বীমাকর্মী   মিন্টু লাল দাস,  সানি চন্দ্র বিশ্বাস, বাপ্পী দেব, সুভাষ দেবনাথ, মন্টু দাস, জসীম মিয়া প্রমূখ।
এসময় মেয়াদোত্তীর্ন ও মৃত্যুদাবীসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ৫টি চেক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। গ্রাহকরা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং নিজেদের আত্মীয় স্বজনদের নিরাপদ সঞ্চয়ের আশ্রয়স্থল হিসেবে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সকে বেচে নিতে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com