মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৪:২১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ)  ৮ জুলাই : ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আট বাংলাদেশিকে আটক করে সীমান্তের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), একই গ্রামের বাবলু মিয়ার তিন ছেলে সোহেল মিয়া (২৯), শিহাব উদ্দিন এবং রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০), এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আট যুবক কাজের সন্ধানে দালালের সহায়তায় কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আজ তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৩টার দিকে বিজিবি আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. কবির হোসেন জানান, সন্ধ্যায় আটকদের থানায় আনা হয় এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com