শ্রীমঙ্গলে মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে ৪ তরুণের করুণ মৃত্যু

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:২৪:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:২৪:২১ পূর্বাহ্ন
মৌলভীবাজার, ১০ জুলাই : শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে মোবাইল ফোন উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন: রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।
ঘটনা ঘটে বুধবার রাতে, যখন এক তরুণ সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে নামেন এবং অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে আরও তিনজন ট্যাংকে নামেন এবং সবাই অচেতন হয়ে যান। পরে আরও একজন নামেন যাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। রাতে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com