শিব মন্দিরের বার্ষিক বনভোজন ১৩ জুলাই

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:২৬:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:২৬:০৪ পূর্বাহ্ন
ওয়ারেন, ১১ জুলাই : আগামী ১৩ জুলাই, রোববার শিব মন্দির টেম্পল অব জয়ের বার্ষিক বনভোজন। নগরীর ১৪৫০০ ম্যাসনিক বুলেভার্ড এলাকায় অবস্থিত মিলার পার্কে দুপুর ১২টায় বনভোজনের কার্যক্রম শুরু হবে।
প্রতিবছরের মতো এবারও এই বনভোজনকে ঘিরে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজনের অংশ হিসেবে থাকবে বিভিন্ন ধরনের খেলাধুলা, শিশু ও বড়দের জন্য উপযোগী বিনোদনমূলক কার্যক্রম, সুস্বাদু এপিটাইজার ও রকমারি খাবার। র্যাফেল ড্রতে রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।
আয়োজকরা জানিয়েছেন, এই বার্ষিক বনভোজন শুধু আনন্দ উপভোগের নয়, বরং সমাজের সদস্যদের একত্রে সময় কাটানোর এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং পরিবারের সবাইকে নিয়ে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com