চাঁদপুরে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২৫:০৪ অপরাহ্ন
চাঁদপুর, ১১ জুলাই : চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায়ের পর এই ঘটনা ঘটে।
আহত মাওলানা নূর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই মসজিদ প্রাঙ্গণ থেকে হামলাকারী মো. বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এবং কাঁচামালের ব্যবসায়ী।
মসজিদের আরেক ইমাম মাওলানা মাহবুব হাসান জানান, জুমার বয়ান শেষে বিল্লাল হোসেন কিছু বলতে চাইলেও মুসল্লিরা তাকে থামান। এরপর সে নামাজে অংশ নেয় এবং নামাজ শেষে হঠাৎ চাপাতি নিয়ে হামলা করে। এটি আকিদাগত মতপার্থক্য নাকি অন্য কোনো ধর্মীয় ইস্যু, তা আমরা এখনো নিশ্চিত নই।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ভুক্তভোগীর কানের গোড়ালিতে চাপাতির কোপে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ১২টি সেলাই দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় আসামি বিল্লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com